ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
চিলমারীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

চিলমারীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বৈশাখের তীব্র দাবদাহে পুড়ছে চিলমারীর জনজীবন নেমে এসেছে বিপর্যয়। ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন। হুমকির মুখে ফল ও ফসলি জমি। এই খড়া থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইস্তিস্কার নামাজ ও দোয়া করেছেন এলাকাবাসী। এ সময় বৃষ্টির পানির জন্য চোখের পানি ফেলেন শতাধিক মুসল্লি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় বালাবাড়ীর হাট ঈদগাহ মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন শওকত আলী মন্ডল ও দোয়া পরিচালনা করেন পাত্রখাতা রিয়াজুল জান্নাত দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল আজিজ আকন্দ। চিলমারীর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই নামাজ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল ১০টায় উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ীর হাট ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। পরে টুপি ও পাঞ্জাবি উল্টে সালাতুল ইস্তিস্কার নামাজ ও পরে দুই হাত উল্টে ঘণ্টাব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে মোনাজাত করেন।

রমনা ইউনিয়নের বাসিন্দা মোঃ শরিফল ইসলাম বলেন, প্রায় এক মাস ধরে এলাকায় কোনো বৃষ্টি নেই। শ্যালো মেশিন ও সেচ পাম্প দিয়ে পানি দিতে অবস্থা খারাপ। প্রচণ্ড দাবদেহে ভুট্টা সহ ধান ক্ষেত পোড়া যাচ্ছে। জমিতে কোনো রস নাই। পাট ক্ষেতের অবস্থা খুব খারাপ। বৃষ্টির জন্য নামাজ হবে এ কথা শুনেই অনেক দুর ছুটে এসেছি।

খতিব মাও. মো. শওকত আলী মন্ডল বলেন, অনাবৃষ্টির কারণে চিলমারী সহ বিভিন্ন এলাকার মানুষ মিলে ইস্তিস্কার নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে দোয়া করেছি এ এলাকায় রহমতের বৃষ্টি দিয়ে যেন পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণে মানুষ, ফসলি ক্ষেত, ফসল সহ পশুপাখিরা অনেক কষ্টে আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন