ডার্ক মোড
Wednesday, 22 May 2024
ePaper   
Logo
চিলমারীতে প্রান্তিক ভোটারদের দ্বারেদ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী রানা

চিলমারীতে প্রান্তিক ভোটারদের দ্বারেদ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী রানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারেদ্বারে ঘুরে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসাইন সিদ্দিক রানা। এবার উপজেলা পরিষদ নির্বাচনে তিন ধাপে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এরই ধারাবাহিকতায় চিলমারী উপজেলার সব ইউনিয়ন সহ পাড়া মহল্লায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিদিনই সকাল সন্ধ্যায় উপজেলার গুরুত্বপূর্ণ বাজার’সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতিক ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আবু হোসাইন সিদ্দিক রানা। ভাইস চেয়ারম্যানের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রতি ভোটারের দুয়ারে গিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন আবু হোসাইন সিদ্দিক রানা।

তিনি চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। তাছাড়া তিনি প্রতিদিন তার সঙ্গীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া ও ভোট চান। তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।

চিলমারী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এবার মাত্র দুই জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তালা প্রতিক প্রার্থী রানা এমনি আভাস শোনা যাচ্ছে ভোটারদের মাঝে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু হোসাইন সিদ্দিক রানা'র সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব।

সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।

তিনি আরো বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন