ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জ সফরে বিচারপতি সৈয়দ জিয়াউল করিম

চাঁপাইনবাবগঞ্জ সফরে বিচারপতি সৈয়দ জিয়াউল করিম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ আদালত পরিদর্শনে তিনদিনের সফরে এসেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোঃ জিয়াউল করিম। গতকাল শনিবার রাতে বনলতা এক্সপ্রেস ট্রেনে চাঁপাইনবাবগঞ্জে অবতরণ করেন তিনি।

এসময় বিচারপতির সফর সঙ্গী হিসেবে ছিলেন সহকারী বেঞ্চ অফিসার মুহাম্মদ সাইদুর রহমান ও সহকারী বেঞ্চ অফিসার মোঃ আশরাফ উল আলম। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে বিচারপতি পৌঁছালে জেলার বিচারকবৃন্দ ও আইনজীবীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি জেলার সার্কিট হাউজে অবস্থান নেন। সার্কিট হাউজে আসার পর রাত ৯ টায় বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিচারপতি।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নরেশ চন্দ্র সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা জজ মোঃ রবিউল ইসলাম, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জবদুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনকসহ বিচার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ আদালত সফরকালে মাননীয় বিচারপতি জেলার মামলা দায়ের ও নিষ্পত্তির তথ্য যাচাই, অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি মামলা নিষ্পত্তির গতি বাড়াতে বিচারকদের নানা ধরনের দিকনির্দেশনা দেবেন।

সূত্র আরও জানায়, মাননীয় বিচারপতি ২৫-২৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের সংশ্লিষ্ট দফতর পরিদর্শন করবেন। ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজ হতে সড়ক পথে গাড়ীযোগে নাটোরের উদ্দেশ্য রওনা হবেন। ৩০ সেপ্টেম্বর দুপুর ২টায় ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন