ডার্ক মোড
Monday, 27 January 2025
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে যুব উৎসব উপলক্ষ্যে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে যুব উৎসব উপলক্ষ্যে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে উদযাপিত হয়েছে যুব উৎসব। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এ উপলক্ষ্যে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে “নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোঃ ওমর ফারুক, উপাধ্যক্ষ সেলিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশলী ফুড টেকনোলজি বিভাগের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন ইউসুফ, ইংরেজি বিভাগের শিক্ষক সুমন আহমেদ, ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর আফিদা রহমান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। চলমান আন্দোলন প্রমাণ করেছে তরুণরা অদম্য, অপ্রতিরোধ্য। তারুণ্যকে উপেক্ষা বা নিপীড়নের মাধ্যমে টিকে থাকা যায় না।

তরুণদের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে বৈষম্যহীন, সাম্য ও মেধাভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, সুশাসিত, বৈষম্য ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে যার যার অবস্থান থেকে অঙ্গীকারবদ্ধ ও উদ্যোগী হতে হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন