ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে মসজিদের গেট খুলে দিতে মুসল্লিদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের গেট খুলে দিতে মুসল্লিদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নিরাপত্তার অজুহাতে বন্ধ করে দেয়া মসজিদের গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের পাওয়ার হাউজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুসল্লিরা নিরাপত্তার অজুহাতে মসজিদের গেট বন্ধ করার অভিযোগ তুলেন চাঁপাইনবাবগঞ্জ নেসকো-১ নির্বাহী প্রকৌশলী আলিউল আজিমের বিরুদ্ধে। তারা এ কাজের কঠোর সমালোচনা করে মসজিদটির গেট খুলে দেয়ার অনুরোধ জানান।

মুসল্লিরা তাদের বক্তব্যে বলেন, ১৯৬৪ সালে নেসকোর কার্যালয়ের চত্বরে একটি মসজিদ নির্মাণ করা হয়। মানুষের যাতায়াতের জন্য প্রধান সড়কের পাশাপাশি একটি পকেট গেট নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে এ গেটটি দিয়ে স্থানীয়রা মসজিদে নামাজ আদায় করে আসছিলেন। নেসকোর নির্বাহী প্রকৌশলী আকস্মিকভাবে গত বছরের ২৩ সেপ্টেম্বর মসজিদের পকেট গেটটি বন্ধ করে দেন।

পরে গেটটি খুলে দিতে স্থানীয় সংসদ সদস্য নেসকোর এই কর্মকর্তাকে অনুরোধ করেন। কয়েকদিনের জন্য গেটটি উন্মুক্ত করা হলে ফের নিরাপত্তার অজুহাতে বন্ধ করে দেয়া হয়। এতে সাধারণ মুসল্লিদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে মসজিদের তালা খুলে না দিলে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন বক্তারা। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জ নেসকো-১ নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম।

মানবন্ধনে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান, নাগরিক কমিটির সদস্য সচিব মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুদ্দিন বাবলু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাফউদ্দোলা, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মসজিদের মুসল্লি ইউসুফ আলী, আব্দুস সালাম ও শফিকুল আলমসহ অন্যরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন