ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় শ্রম আইন অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের সেন্টু মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রেজাউল করিম।

মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজ, কার্যকরী সভাপতি মো. ইব্রাহীম দয়াল, সাবেক সাধারণ সম্পাদক মো. খুরশেদ আলম, সদস্য বাবলুসহ অন্যরা।

মানববন্ধনে শ্রমিক নেতারা দেশের আইন অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা সময় নির্ধারণ, মজুরি বৃদ্ধি, পরিচয়পত্র প্রদান, সার্ভিস বহি সংরক্ষণ, শ্রমিক রেজিস্ট্রার রাখা, বিশ্রাম বা আহারের জন্য বিরতি, সাপ্তাহিক- বাৎসরিক ছুটি এবং নারীদের মাতৃকালীন ছুটির দাবি জানান।

পরে হোটেল শ্রমিকরা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন