ডার্ক মোড
Friday, 03 May 2024
ePaper   
Logo
চাঁপাইনবাবগঞ্জে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জের নির্মাণ কাজ শুরু

চাঁপাইনবাবগঞ্জে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়কুঞ্জের নির্মাণ কাজ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার তথা ন্যায়কুঞ্জ এর নির্মাণ কাজ শুরু হয়।

বৃহস্পতিবার (১ জুন) আদালত প্রাঙ্গণে ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী।

জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জের ন্যায় দেশের সকল জেলা জজ আদালতগুলোতে প্রধান বিচারপতির আগ্রহ এবং নির্দেশনায় ন্যায়কুঞ্জ স্থাপনের কাজ শুরু হয়েছে। এই ন্যায়কুঞ্জতে দুর দুরান্ত হতে সাক্ষীরাসহ মামলার বিচারপ্রার্থী জনগন এসে অপেক্ষা করতে পারবে। এই ন্যায়কুঞ্জে দুগ্ধপোষ্য শিশুদের মায়েদের জন্য ব্রেস্টফিডিং রুমের আলাদা ব্যবস্থা করা হবে। তাছাড়া এখানে বিচারপ্রার্থী জনগনের জন্য শৌচাগারসহ সুপেয় পানির ব্যবস্থা থাকবে। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের প্রধান বিচারপতি যে উদ্দেশ্য ন্যায়কুঞ্জ নির্মান করার উদ্যোগ নিয়েছেন সে উদ্দেশ্য যেন ব্যহত না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নরেশ চন্দ্র সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ, এম, ইফতেখার মজিদসহ অন্যান্য বিচারকরা, আইনজীবী, আদালতের কর্মচারীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ বিশ্রামাগারটি বাস্তবায়ন করছে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত অধিদপ্তর।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার তথা ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন