ডার্ক মোড
Wednesday, 22 May 2024
ePaper   
Logo
চাঁদপুর সাহিত্য একাডেমীর অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন

চাঁদপুর সাহিত্য একাডেমীর অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন

সাগর চৌধুরী

চাঁদপুর সাহিত্য একাডেমীকে পুনরুজ্জীবিত করতে দশ সদস্যের অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন করা হয়েছে। সাহিত্য একাডেমীর সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান স্বাক্ষরিত ২৮এপ্রিল ২০২৪ তারিখের অফিস আদেশ এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। যার স্মারক নম্বর–০৫.৪২.১৩–.-২৮.-৩.-৫৮.২৪–২৪৮।

অফিস আদেশ উল্লেখ করা হয়, চাঁদপুর সাহিত্য একাডেণীকে পুনর্জীবিত করার জন্য গত ২৪/০২২ তারিখে একটি অন্তর্বর্তীকালীন এডহক কমিটি গঠন করা হলেও উক্ত কমিটি একাডেমীকে পুনরুজ্জীবিত করার জন্য উল্লেখযোগ্য কোনো অগ্রগতি সাধণ না করাাতে উক্ত কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্রের ১৪(৪) অনুচ্ছেদে প্রদত্ত এখতিয়ারবলে নিম্নরূপ একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হলো।

অন্তর্বর্তীকালীন কমিটিতে যাঁরা রয়েছেন, আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর সদস। বাকী আট (০৮) জন সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, চাঁদপুর, চাঁদপুর জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, ছড়াকার ও আবৃত্তিকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাংবাদিক জালাল চৌধুরী, আবৃত্তিকার ও ব্যাংক কর্মকর্তা শামীম আহমেদ খান, কবি ও লেখক মুহাম্মদ ফরিদ হাসান, লেখক ও সম্পাদক কাদের পলাশ।

অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, একাডেমীর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার নিমিত্ত আগামী ৩(তিন) মাসের মধ্যে নির্বাহী পরিষদ গঠনের উদ্দেশ্যে সাধারণ পরিষদের সদস্য তালিকা চূড়ান্ত করে নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা/ করবে। একাডেমীর পুরাতন নথিপত্র, প্রকাশনা, সভার কার্যবিবরনী প্রভৃতিতে উল্লেখিত প্রতিষ্ঠাকালীন সদস্য, নির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্য হিসেবে যাদেরকে চিহ্নিত করা সম্ভব, তাদেরকে সরাসরি সাধারণ সদস্যের তালিকাভুক্ত করা ; অতি দ্রুত বিজ্ঞপ্তি / বহুল প্রচারের মাধ্যমে প্রাথমিক সদস্যপদে আবেদন আহ্বান করা এবং গঠনতন্ত্রের ১১(খ) অনুচ্ছেদ অনুসরণ করে যোগ্যদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা ।

উপরিল্লিখিত ২ ও ৩ অনুচ্ছেদ অনুসারে কার্যক্রম সম্পন্ন/তালিকা চূড়ান্ত হলে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্তদের সমন্বয়ে দ্রুততম সময়ে একটি সাধারণ পরিষদ গঠনের জন্য একাডেমীর সভাপতির নিকট সুপারিশ উপস্থাপন করা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠনের নিমিত্ত সভাপতির নিকট আবেদন করা ।

সাহিত্য একাডেমীর নতুন | কার্যনির্বাহী পরিষদ গঠন না হওয়া পর্যন্ত একাডেমীর নিয়মিত কার্যক্রম পরিচালনা করা। সাহিত্য একাডেমীর আয়–ব্যয় হিসাব সংরক্ষন করা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন