ডার্ক মোড
Saturday, 26 July 2025
ePaper   
Logo
চট্টগ্রামের মইজ্জারটেকে  ২০৬ ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠ ও ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক

চট্টগ্রামের মইজ্জারটেকে ২০৬ ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠ ও ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের মইজ্জারটেকে ২১ লক্ষ টাকা মূল্যের ২০৬ ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠ ও ট্রাকসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ২৫ জুলাই  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই  বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক গোল চত্বর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশী করে ২১ লক্ষ টাকা মূল্যের ২০৬ ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠ ও ট্রাকসহ ২ জন কাঠ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

 দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন