ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক ঈদগাহ মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
“প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বেলাল হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, সফল খামারী রোজিনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেয়া ৬ ক্যাটাগরীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ১৮ জন খামারীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন