ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নেছারাবাদ ও মালেকাবাদ কলোনীর জমি অবৈধ ভাবে দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার নেছারাবাদ ও মালেকাবাদ এলাকাবাসীর আয়োজনের গোবিন্দগঞ্জ - দিনাজপুর সড়কের কাটাবাড়ি নামক স্থানে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাচলে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এম,এ মতিন মোল্লা, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক প্রধান, বোগদহ ইসামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমান, নাসিরাবাদ আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারী, গোবিন্দগঞ্জ উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ব্যবসায়ী শামীমসহ স্থানীয়রা।

বক্তরা নেছারাবা ও মালেকাবাদ কলোনীর জমি কতিপয় প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক অবৈধভাবে দখলের প্রতিবাদ জানায় এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন