ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
গুলশানে চায়ের দোকানে মিলল ২ জনের গলাকাটা মরদেহ

গুলশানে চায়ের দোকানে মিলল ২ জনের গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতর থেকে মো. রফিক ও সাব্বির নামে দুই জনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে মো. রফিকের বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, গুলশান-২ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তারা ওই চায়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে।

এ বিষয়ে আরও বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন