ডার্ক মোড
Thursday, 10 July 2025
ePaper   
Logo
গবেষণা পরিচালনায় শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির আহ্বান ইউজিসির

গবেষণা পরিচালনায় শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির আহ্বান ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

মানসম্পন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামো ও উপযুক্ত পরিবেশ নিশ্চিতে আগামী অর্থবছরে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।

সোমবার (১৩ জানুয়ারি) ইউজিসির অডিটোরিয়ামে রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগ কমিশনের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হলে শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বরাদ্দ অবশ্যই বাড়াতে হবে। আমাদের দেশে মাত্র একজন নোবেল জয়ী আছেন। এ খাতে বাজেট বাড়ালে নতুন উদ্ভাবনের মাধ্যমে আমাদের গবেষকগণ আরও নোবেল পুরস্কার জয় করতে সক্ষম হবেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে বলে আমি মনে করি।

প্রফেসর মাছুমা হাবিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে গবেষণামুখী ও বিজ্ঞানমনস্কভাবে গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃজন করতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টস পুনরায় চালুর জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। এসব সম্মেলনে যোগদানের মাধ্যমে শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সঙ্গে যুক্ত থাকা, দক্ষতা বৃদ্ধি এবং নতুন গবেষণা ধারণা বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন বলেও জানান তিনি।

প্রফেসর মাছুমা হাবিব দেশ ও জাতির জন্য কল্যাণকর হয় এমন গবেষণা প্রকল্প নির্বাচন করার জন্য প্রকল্প মূল্যায়নকারীদের আহ্বান জানান। এছাড়া গবেষকদের সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দেন। ইউজিসি মানসম্মত গবেষণার জন্য সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

ইউজিসির রিসার্চ এন্ড গ্রান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে একই বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কবিরুল হাসান বক্তব্য প্রদান করেন। ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক বিশ্বনাথ বিশ্বাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিষয় সংশ্লিষ্ট জ্যেষ্ঠ শিক্ষক ও গবেষকরা প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করেন।

কর্মশালায় প্রকল্প প্রস্তাব মূল্যায়নকারী গবেষকরা ইউজিসিকে দেশে গবেষণার মানোন্নয়ন, গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরি, গবেষকদের জন্য কমন ল্যাব সুবিধা চালু, প্রকাশনার জন্য অর্থ সহায়তা, আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য ট্রাভেল গ্রান্টসসহ পুরো অর্থ প্রদান, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের অর্থ সময়মতো ছাড় করার দাবি জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন