ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
গণপরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করবে ডিএনসিসি-ট্রান্সপোর্টেশন ফর লন্ডন

গণপরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করবে ডিএনসিসি-ট্রান্সপোর্টেশন ফর লন্ডন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক। বৈঠকে ঢাকার পরিবহণ ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসি- ট্রান্সপোর্টেশন ফর লন্ডন (টিএফএল) কাজ করবে বলে আলোচনা হয়।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সেখানে আলোচনা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় পরিবহণ ব্যবস্থার উন্নয়নে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, বাস অপারেশন এবং নিরাপত্তা এই ৩টি বিষয়ে ডিএনসিসিকে কারিগরি সহায়তা দেবে ট্রান্সপোর্টেশন ফর লন্ডন (টিএফএল)।

শুরুতে গুলশান-১ থেকে গুলশান-২ এ পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করবে লন্ডন ভিত্তিক সংস্থাটি। ইতোমধ্যে গত জুলাই মাসে সংস্থাটির একটি প্রতিনিধি দল গুলশান এলাকার বর্তমান পরিবহণ ব্যবস্থা পরিদর্শন করেছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক পরিবহণ ব্যবস্থা, ট্র্যাফিক সিগন্যাল, যানজট নিরসনে কাজ করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং এফসিডিও'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রথম ধাপে পরিবহণ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছে সংস্থা দুটি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলমসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন