ডার্ক মোড
Tuesday, 18 March 2025
ePaper   
Logo
গণঅভ্যুত্থানে গোমস্তাপুরের একমাত্র শহীদের কবর জিয়ারত করল বিএনপি

গণঅভ্যুত্থানে গোমস্তাপুরের একমাত্র শহীদের কবর জিয়ারত করল বিএনপি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে গোমস্তাপুর উপজেলার একমাত্র শহীদ তারেকের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে গোমস্তাপুর উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা শাখা আয়োজনে শনিবার(০৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার চৌডালা ইউনিয়নে ইসলামপুর গোরস্থানে তারেকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন বিএনপি নেতা কর্মীরা।

পরে রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির পরিচালনায় ও চৌডালা ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফার সভাপতিত্বে শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান সোহরাব রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন।

এসময় যুবনেতা সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, পিয়ারুল, মাহবুব, তারিফসহ উপজেলা বিএনপির ও রহনপুর পৌর বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন এবং তারেকের বাবা হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন উপস্থিত বিএনপির নেতারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন