ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে নিহত সন্তান হত্যার বিচার চেয়ে পিতার মামলা

কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে নিহত সন্তান হত্যার বিচার চেয়ে পিতার মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ছেলেকে গুলি করে হত্যার ঘটনায় বিএসএফ’র নামে থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পিতা। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে রৌমারী থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপকুমার সরকার। তিনি জানান, অজ্ঞাতনামা বিএসএফ’র নামে মামলাটি দায়ের করেছে নিহতের পিতা।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা শৌলমারী ইউনিয়নের মোল্লারচর এলাকায় সীমানা পিলারের পাশে কাটাতারের উপর দিয়ে অবৈধভাবে গরু পাচার করা হচ্ছিল। এসময় টহলরত ভারতীয় কুচনীমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা চোরাকারবারীদের লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে একই ইউনিয়নের বেহুলার চর গ্রামের আব্দুল বাতেনের ছেলে মানিক মিয়া (৩৫) বুকে ও কোমড়ে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় অভ্যন্তরে লুটিয়ে পরে।

সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। পরে মামলার ভয়ে মৃত: মানিক মিয়াকে রৌমারী উপজেলা শহরের বন্দবেড় ইউনিয়নের বাঞ্চারাম গ্রামে তার খালাতো ভাই আব্দুল মোত্তালেবের বাড়ীতে লুকিয়ে রাখা হয়।

পরে ১৬ ঘন্টা পর মানিক মিয়ার মৃতদেহ উদ্ধার করে রৌমারী থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল বাতেন রৌমারী থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা বিএসএফ’র নামে একটি হত্যা মামলা দায়ের করে। নিহতের মরদেহ সুরৎহাল শেষে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।

নিহতের পিতা আব্দুল বাতেন জানান, সীমান্তে আমার সন্তানের মত অনেক বাবা-মায়ের সন্তানকে বিএসএফ নির্দয়ভাবে গুলি করে হত্যা করছে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।

রৌমারী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মানিক মিয়ার পিতা আব্দুল বাতেন বাদী হয়ে অজ্ঞাতনামা বিএসএফ’র নামে হত্যা মামলা দায়ের করেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন জানান, কিভাবে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখে পরবর্তীতে উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকি জানান, সীমান্তে গুলির ঘটনায় সোমবার বিকেল সাড়ে ৪টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ গুলির ঘটনা স্বীকার করেছে। আমরা সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়েছি। মামলার ঘটনায় আমরা হেড কোয়ার্টারের সাথে যোগাযোগ করে পরবর্তী আইনী প্রক্রিয়ায় যাবো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন