ডার্ক মোড
Saturday, 04 January 2025
বাংলা
  • English
  • বাংলা
ePaper   
Logo
কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে

কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুসারে মোট ১১১ জন জিপিএ ৫ পেয়েছেন। এছাড়া আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ১১ জন।

ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী ৪৩৪ পাশের সংখ্যা ৩৫১ এ+ প্রাপ্ত সংখ্যা ১৬, কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী ৬৭১ পাশের সংখ্যা ৫১৩ এ+ প্রাপ্ত সংখ্যা ৩০, লংলা আধুনিক ডিগ্রী কলেজ মোট পরীক্ষার্থী ৬২৪ পাশের সংখ্যা ৫৫০ এ+ প্রাপ্ত সংখ্যা ২৯, এম এ গণি আদর্শ কলেজ মোট পরীক্ষার্থী ১৪৯, পাশের সংখ্যা ১৩৬, এ+ প্রাপ্ত সংখ্যা ১২, ভাটেরা কলেজে মোট পরীক্ষার্থী ১৭৩. পাশের সংখ্যা ১৭৩, এ+ প্রাপ্ত সংখ্যা ০৬, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ১১০, পাশের সংখ্যা ৮৬, ভুকশিমইল উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ১২৫, পাশের সংখ্যা ৯৯, এ+ প্রাপ্ত সংখ্যা ০১, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ৬৫, পাশের সংখ্যা ৪৯, নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ১৯২, পাশের সংখ্যা ১৬২, এ+ প্রাপ্ত সংখ্যা ০১, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ৯৯, পাশের সংখ্যা ৯০, এ+ প্রাপ্ত সংখ্যা ০১, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ১৯, পাশের সংখ্যা ১৭, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ৮০, পাশের সংখ্যা ৭৯, এ+ প্রাপ্ত সংখ্যা ১২, গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট পরীক্ষার্থী ৩০, পাশের সংখ্যা ২৩, মনু মডেল কলেজে মোট পরীক্ষার্থী ৯৮, পাশের হার ৯০. এ+ প্রাপ্ত সংখ্যা ০৩।

আলিম পরীক্ষা ২০২৪ এর ফলাফল অনুযায়ী মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদরাসার মোট পরীক্ষার্থী ২৮, পাশের সংখ্যা ২৪, শ্রীপুর জালালিয়া ফাজিল মাদরাসার মোট পরীক্ষার্থী ২৮, পাশের সংখ্যা ২৭, এ+ প্রাপ্ত সংখ্যা ০২, ভুকশিমইল আলিম মাদরাসার মোট পরীক্ষার্থী ২০, পাশের সংখ্যা ১৭, এ+ প্রাপ্ত সংখ্যা ০১, হিংগাজিয়া সিনিয়র মাদরাসার মোট পরীক্ষার্থী ৫৬, পাশের সংখ্যা ৫৩, দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসা রবিরবাজার মোট পরীক্ষার্থী ৩৯, পাশের সংখ্যা ৩৬, এ+ প্রাপ্ত সংখ্যা ০২, ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদরাসার মোট পরীক্ষার্থী ৩২, পাশের সংখ্যা ৩২, এ+ প্রাপ্ত সংখ্যা ০৪, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার মোট পরীক্ষার্থী ৬২, পাশের সংখ্যা ৬০, এ+ প্রাপ্ত সংখ্যা ০২।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন