ডার্ক মোড
Friday, 21 February 2025
ePaper   
Logo
কুমারখালীতে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

কুমারখালীতে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃজেলা অটো চোর চত্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউড়িয়া কারিগর পাড়া এলাকার মৃত আসলাম উদ্দীনের ছেলে শাহ আলম শাহীন (৫০)। সদরের মিলপাড়া এলাকায় লোকমান মোল্লার ছেলে শরিফুল মোল্লা (৩৫) আড়ুয়াপাড়া এলাকার শহিদুল হকের ছেলে মো.মুরাদ হোসেন (৫০)।

পুলিশ জানায়, মো.আব্দুল্লাহ নামে এক ব্যাক্তির অটো ভাড়া নিয়ে কয়েকদিন চালানোর পরে হঠাৎ করেই উধাও হয়ে যাই চক্রটি। গত (১৪ ডিসেম্বর ২০২৪) বিভিন্ন যাইগা খোজাখুজি করে সন্ধান না পেলে গতকাল (১৭ ফেব্রুয়ারী) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা থানার উত্তর ভবানীপুর মোল্লা পাড়া এলাকায় চক্রের সদস্যরা ইজি বাইক বিক্রি পায়তারা করছেন এমন সময় পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এছাড়াও রেখা খাতুন নামে একজন পালিয়ে যান। পরবর্তীতে তাদের আটক করে কুমারখালী থানায় নিয়ে আসে পুলিশ।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, গ্রেফতারকৃত আসামীদের নামে থানায় মামলা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন