ডার্ক মোড
Thursday, 02 January 2025
ePaper   
Logo
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে সংবাদ সন্মেলন

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে সংবাদ সন্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপানের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২ টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদ নামের একটি সংগঠন প্রতিবাদ সন্মেলনের আয়োজন করে।

উক্ত সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আর এ মারুকী শাহিন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আল-মামুন, আলহাজ্জ সজিব আহমেদ, আদিলুজ্জামান দুলাল, সদস্য সচিব মোঃ আক্তারুজ্জামান, সাবেক পৌর কাউন্সিলর মোঃ শাহজাহান প্রমূখ।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব মোঃআক্তারুজ্জামান। এসময় আহবায়ক আর এ মারুকী প্রিপেইড মিটার স্থাপন বা সংযোগের পর কার্ডের কুফল ব্যাখ্যা করেন।

আক্তারুজ্জামান সংবাদ সন্মেলনে বলেন, প্রিপেইড কার্ড এনালক পদ্ধতি বা স্মার্ট পদ্ধতি নহে। প্রিপেইড কার্ড ব্যবহার গ্রাহকগন বুঝেনা। শিল্প কারখানায় লাখ লাখ টাকা বিল আসে, তাই প্রিপেইড কার্ড ব্যবহার করলে টাকা ফুরিয়ে গেলে যেকোন সময় বা গভীর রাতে বিদ্যুত লাইন বন্ধ হয়ে গেলে উৎপাদন ক্ষতি হবে। কারখানায় লোড কম বেশী হলে, ভোল্টেজ উঠানামাতে প্রিপেইড কার্ডে লাইন হঠাৎ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ভৈরবে প্রিপেইড কার্ড প্রকল্পটি বিগত সরকারের দুর্নীতি লুটপাটের প্রকল্প।

প্রিপেইড কার্ডে টাকা বেশী কাটে যা গ্রাহকরা ক্ষতিগ্রস্থ হয়। তাই প্রিপেইড মিটার স্থাপন ভৈরবে বন্ধ করার দাবি জানান তিনি। বিদ্যুত কর্তৃপক্ষ যদি এই প্রকল্প বন্ধ না করেন তবে বৃহৎ আন্দোলনের কর্মসূচী গ্রহন করবেন বলে জানান তারা।

উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, প্রিপেইড মিটার ব্যবহার বা বিল পরিশোধ সহজ করা হলে তাদের আপত্তি নেই। বিদেশে প্রিপেইড মিটার ব্যবহার অতি সহজ। কিন্তু আমাদের দেশে সহজ নয়।

এখানে উল্লেখ্য গত শনিবার সকালে ভৈরব চেম্বারের পক্ষ থেকেও প্রিপেইড মিটার স্থাপন বন্ধের প্রতিবাদে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ৫/৬ হাজার লোকের এক সমাবেশ ও মানববন্ধন করে প্রতিবাদ করা হয়। এদিন তারা এবিষয়ে বিদ্যুত উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের নিকট স্বারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে ভৈরব বিদ্যুত বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন জানান, ভৈরবে সব মিলিয়ে গ্রাহক সংখ্যা ৫৫ হাজার। তার মধ্যে ৫ হাজার গ্রাহক প্রিপেইড কার্ডে চলে। প্রিপেইড কার্ডে রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানে বিদ্যুত চলছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তাই আমরা প্রিপেইড কার্ড সংযোগ বা স্থাপন বন্ধ করতে পারবনা। তবে বিষয়টি আমরা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন