ডার্ক মোড
Wednesday, 05 February 2025
ePaper   
Logo
কাঠালিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামী মামুন মীর গ্রেফতার

কাঠালিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামী মামুন মীর গ্রেফতার

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় হত্যা চেষ্টা মামলার আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী মো. মামুন মীর (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় কাঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল রুপাতলী বাসস্টান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মামুন মীর উপজেলার বলতলা গ্রামের আবদুল মন্নাফ মীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মং চেনলা।

থানার অফিসার ইনচার্জ মং চেনলা জানান, গত বছরে (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের (অন্তাই রাস্তা এলাকায়) শাহাদুর হাওলাদার নামের এক কৃষককে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দেয় মামুন। এ ঘটনায় মামলা হলে মামুন আতœগোপনে ছিলেন। বরিশাল শহরে বাসা ভাড়া করে বসবাস করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামুনের বিরুদ্ধে উপজেলার বলতলা গ্রামের কার্তিক ডাক্তারের ঘরে ডাকাতি ছাড়াও হত্যাচেষ্টা, চুরি, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

থানার অফিসার ইনচার্জ মং চেনলা বলেন, গ্রেফতারকৃত মামুনকে রিমান্ড আবেদন জানিয়ে ডাকাতি মামলায় তাকে কোর্টে চালান করা হয়েছে।

কাঠালিয়ায় মতবিনিময় সভা 

ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের সাথে এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির শাহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম জামাল। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমতির সভাপতি মো. মাসুম মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, এ্যাডভোকেট জাহিদুল ইসলাম ও অলিউল ইসলাম। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সমিতির সাধার সম্পাদক মো. মেহেদী হাসান, প্রধান শিক্ষক আকতার হোসেন, মো. বাবুল হোসেন, মো. মিজানুর রহমান, খাদিজা আক্তার, সহকারি শিক্ষক ইমরোজ জাহান, রিয়াজুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মো. লিয়াকত হোসেন, মো. কবির হোসেন, মো. মিরাজ হোসেন ও মো. সাইফুল ইসলাম প্রমূখ।

কাঠালিয়ায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা জোরদার করনে বিশেষ সেবা সপ্তাহ

ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করনের লক্ষে বিশেষ সেবা সপ্তাহ গতকাল শনিবার (১৮ জানুয়ারী’২৫) উপজেলার শৌলজালিয়া পরিবার পরিকল্পনা ক্লিনিকে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দোলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিস্ট্রিক করসালটেন্ট(এফপিসিএস) ডা. সৌরেন্দ নাথ সাহা, এফডবিøউবি সুরাইয়া আক্তার, ঝুমুর আক্তার, ফারজানা হক মিশু, অফিস সহকারী মো. সোহানুর রহমান প্রমূখ।

সভাশেষে ৩০ জন নারী দম্পতি স্থায়ী ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রন পদ্ধতি গ্রহন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন