কাঠালিয়ায় বিএনপি নেতার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য উপজেলা বিএনপি নেতা সৈয়দ মো. আ. কাইয়ুম এর ব্যাক্তিগত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দূর্বৃত্তরা।
গত সোমবার (৫আগষ্ট) বিকেলে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারের হাটে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতা ইউপি সদস্যে মো. আ. কাইয়ুম এর অফিসের কাগজপ, টাকা পয়সা লুটে নেয় এবং আসবাবপত্র ভাংচুর করে।
ইউপি সদস্য ও বিএনপি নেতা সৈয়দ মো. আ. কাইয়ুম জানান, শেখ হাসিনা পদত্যাগের পর বিকেলে উপজেলার সেন্টারের হাটে তার ব্যাক্তিগত অফিস ও ভাড়া দেওয়া দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় একদল সন্ত্রাসীরা। অফিসে জমির দলিল ও বিভিন্ন ধরনের কাগজপত্র ও নগদ টাকা ছিল। যা সন্ত্রাসীরা লুটে নিয়ে যায়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন ছাত্রজীবনের তেজগাঁও কলেজ ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করেছি। ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমার অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে এটা ভাবতে কষ্ট হয়।
থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, এ মূহুর্তে কিছুই বলতে পারছিনা। পরিস্থিতি স্বাভাবিক হলে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।