ডার্ক মোড
Sunday, 05 January 2025
ePaper   
Logo
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাধ্যমিক ও কারিগরি, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেনী ও স্কাউট শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে স্কাউট, গালর্স গাইডসহ হাম-নাত, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের ক্রেষ্ট এবং সদন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্হানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রাচুর্য রায় বলেন, আমার খুব ভালো লাগছে। কারণ আমি এবার প্রথমবারের মতো শাস্ত্রীয় নৃত্যে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছি।

কাউখালী সরকারি সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রোদেলা কর্মকার বলেন, উপজেলা পর্যায়ে আমি লোকসংগীত এবং উচ্চাঙ্গ সংগীত ক্যাটাগরিতে শ্রেষ্ঠতা অর্জন করেছি। আমি খুব আনন্দিত।

এ সময় উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বলেন, আমি দ্বিতীয় বারের মতন উপজেলা পর্যায়ে শ্রেনী শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। খুব খুশি ও আনন্দ লাগছে আমার।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন