ডার্ক মোড
Wednesday, 19 March 2025
ePaper   
Logo
কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

কাউখালীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুকে (৪৩) ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

গত রবিবার রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনের একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ই নভেম্বর ২০২৪এ বিএনপি’র একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার লাগাতে বাধা দেয়। এ সময় আওয়ামীলীগের কর্মীরা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

কাউখালী থানার অফিসার্স ইনচাজ (ওসি) মো : সোলায়মান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বেকুটিয়ার নতুন বাজার এলাকায় ২০২৪ সালের নভেম্বর মাসে বিএনপির পোষ্টা লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় কাউখালী থানার একটি মামলা হয়। উক্ত মামলায় তাকে সন্দেহজনক হিসেবে ডিবি পুলিশ পিরোজপুর থেকে গ্রেফতার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন। সোমবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন