ডার্ক মোড
Friday, 13 September 2024
ePaper   
Logo
কাউখালীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় নারীর ১০ দিনের জেল

কাউখালীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় নারীর ১০ দিনের জেল

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার বাশুরি গ্রামের বাসিন্দা (২৫) এক নারীকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের বি আর ডিপির কর্মকর্তাদের বসবাসের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ওই নারীকে আটক করেন। এসময় উপজেলার মাগুরা গ্রামের এক যুবক কৌশলে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন, উপজেলা পরিষদের কর্মকর্তাদের বসবাসের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেয়ে রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ওই নারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন