এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫ দলীয় বাম জোট
নিজস্ব প্রতিবেদক
৫ দলীয় বাম জোট জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল, জলকামান, সাউন্ড গ্রেনেড হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ উল্লেখ করেন সভা, সমাবেশ গণতান্ত্রিক অধিকার। সভা সমাবেশে পুলিশের লাঠিচার্জ ও হামলা নিসন্দেহে চরম স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ। পুলিশ কিংবা পেটোয়া বাহিনী দিয়ে বলপ্রয়োগ করে সভা সমাবেশ বন্ধ করা গণতান্ত্রিক রীতি নীতি পরিপন্থী। গতকাল এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক দের উপর পুলিশের হামলা ২০২৪ এর জুলাই গনঅভ্যুথানের পরিপন্থী।
নেতৃবৃন্দ অবিলম্বে আলোচনা করে এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক দের দাবী মেনে নেওয়ার আহ্বান জানান ।