দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেনীর অবস্থা শোচনীয়: ডা. ইরান
নিজস্ব প্রতিবেদক
ধনী দরিদ্রের বৈসাম্য জ্যামিতিক হারে বাড়ছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, চাল ডাল তেল-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেনীর অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সরকার দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন না করে উল্টো ভ্যাট-ট্যাক্স আরোপ করে জনদুর্ভোগকে বাড়িয়ে তুলছে। সাধারন মানুষ অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে।
তিনি শুক্রবার বেলা ১২টায় ভান্ডারিয়া উপজেলা লেবার পার্টির উদ্যোগে বোতলা বাজার মাঠে শীতবস্ত্র বিতরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডাঃ ইরান বলেন, জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী শক্তির বিরুদ্ধে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছে আর তারেক রহমান আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন। রাষ্ট্র মেরামতে সকল দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রনয়ণ করেছেন। জাতীয় সরকার গঠনের মাধ্যমে রেইনবো ন্যাশন গঠনের অঙ্গিকার করেছেন। তাই লেবার পার্টি ও ছাত্র মিশনকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করে ৩১দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
ইকরি ইউনিয়ন লেবার পার্টির আহবায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ছাত্রমিশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ রুম্মান সিকদার, প্রচার সম্পাদক মনির হোসেন খান, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলন, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা সদস্য সচিব মোঃ কাইয়ুম সরদার, সাংগঠন সচিব রেজাউল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা সদস্য সচিব সুলতান আহমদ রানা, সংগঠন সচিব এমদাদুল হক জাহাংগীর প্রমুখ।
এছাড়া লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ভান্ডারিয়া সদর, নদমুলা, চরখালী, ধাওয়া, ভিটাবাড়ীয়া, কাউখালী উপজেলার শিয়ালকাঠি, চিড়াপাড়া, বেকুটিয়া এলাকায় দিনভর বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরন, লিফলেট বিলি ও গনসংযোগ কর্মসুচীতে অংশ গ্রহন করেন।