ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
এক ট্যাটুই খোলসা করে দিলো খুনের রহস্য

এক ট্যাটুই খোলসা করে দিলো খুনের রহস্য

আন্তর্জাতিক ডেস্ক

দিনকয়েক আগে ভারতের কলকাতায় খুন হয় পার্বতী চক্রবর্তী ওরফে পূজা (১৭) নামের এক কিশোরী। তার ডান হাতে থাকা এক ট্যাটু থেকেই উদঘাটন হলো খুনের রহস্য। কিশোরীর হাতে লেখা ছিল ‘মোবারক’।

পুলিশ জানিয়েছে, রাহুল মোবারক (১৯) নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিল পার্বতীর। কাজ পাইয়ে দেওয়ার নাম করে রাহুল ও তার এক বন্ধু পূজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। একটি ভাড়া গাড়িতে তুলে রাহুলই গলা টিপে হত্যার চেষ্টা করে। মৃত্যু হয়েছে ধরে নিয়ে কিশোরীকে বস্তায় ভরে ফেলে দেওয়া হয়।

পূজার মা পাপিয়া চক্রবর্তী জানিয়েছেন, ‘চার বছর ধরে রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল পূজার। পূজার এক বান্ধবী দীপ্সার বাড়িতে আসত রাহুল। সেখানেই মাঝেমধ্যে যাওয়া আসা ছিল মেয়ের। ২১ জুলাই ভোর ৪টা নাগাদ বাড়িতে আসে দীপ্সা। ওর সঙ্গে দুজন ছেলেও ছিল। কারখানায় কাজ পাইয়ে দেবে, এই প্রতিশ্রুতি দিয়ে পূজাকে নিয়ে যায় রাহুল ও তার বন্ধু।

২৩ জুলাই দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু দেহ পচে যাওয়ায় প্রাথমিকভাবে চিহ্নিত করা যাচ্ছিল না পূজাকে। তার মায়ের কথায়, ‘মেয়ে মাঝেমধ্যেই তিন-চার দিন একটানা দীপ্সার বাড়িতে থাকত। প্রথমে ভেবেছিলাম ও সেখানেই আছে। কিন্তু, দীপ্সা বাড়ি এসে বলে পূজা কোথায় আছে জানি না।’

২৮ জুলাই থানায় মিসিং ডায়েরি করেন পাপিয়া। সেদিনই পুলিশ উদ্ধার হওয়া কিশোরীর হাতের ট্যাটুর ছবি দেখানো হয়। তা দেখেই মেয়েকে চিনতে পারেন পাপিয়া।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন