ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
উপজেলা পরিষদ নির্বাচনে জাজিরায় ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

উপজেলা পরিষদ নির্বাচনে জাজিরায় ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শরীয়তপুর প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে শরীয়তপুরের জাজিরা উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২১-এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে ও সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে তারা তাদের মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে ৯ প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল আলিম বেপারী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইতালি শাখা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আমিনুল ইসলাম রতন, কুন্ডেরচর কালু বেপারী স্কুল এণ্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সখিপুর হাজী শরীতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ আবুল বাশার আল আজাদ, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মাদবর, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নান্নু মিয়া, জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল আলিম বেপারীর সহধর্মিণী শামসুন্নাহার।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন- মো: নজরুল ইসলাম মাল, মো: জাহাঙ্গীর আলম, মহব্বত খান, নুর মোহাম্মদ ও আজাহার মাদবর।

এছাড়াও সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তার, রেখা আক্তার, নাসরিন আক্তার ও জাহানারা খানম মনোনয়ন ফরম জমা দেন।

এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো: মিজানুর রহমান তালুকদার বলেন, সারাদেশে দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী আজ মনোনয়ন পত্র জমা দানের শেষ সময় পর্যন্ত চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৮ জন তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন