ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
উপজেলা নির্বাচনে কুলাউড়ায় জামানত হারালেন আ. লীগ

উপজেলা নির্বাচনে কুলাউড়ায় জামানত হারালেন আ. লীগ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল হাসান জামানত হারালেন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৫৮৪। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী পূরণ উরাং ও জামানত হারিয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল বাশার।

কামাল হাসানের বাড়ী উপজেলার বরমচাল ইউনিয়নে। তিনি ঢাকায় এক সময় সাংবাদিকতা করতেন। তারপর লন্ডন চলে যান। সেখানে গিয়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে তথ্য ও গবেষনা সম্পাদকের পদ বাগিয়ে নেন। বেশ কয়েক বছর আগে তিনি কুলাউড়ায় এসে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের মন জয় করে উপজেলা আওয়ামীগের সহ-সভাপতির পদও পান।

নিজেকে দাতা হিসেবে জাহির করতে বিভিন্ন স্কুল কলেজে নানা অনুদান দিতে থাকেন। গত সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নও কিনেছিলেন। কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রার্থী হলে তিনি তখন আর প্রার্থী হননি। কামাল হাসান ইউনিয়ন ভিত্তিক রাজনীতি করলেও তাকে কখনো শহরভিত্তিক রাজনীতিতে কখনো দেখা যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল বাশার বলেন, কুলাউড়ায় মোট ভোটার ২ লাখ ৯০ হাজার ৬৪৮ জন। এরমধ্যে ভোট পড়েছে ৯৩ হাজার ৮২টি। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থী কামাল হাসান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পূরণ উরাং নির্ধারিত ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত হারালেন।

তিনি আরও জানান, এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে ১ লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন