
উত্তরায় রাজউকের ৪০০ কোটি টাকার জমি দখল
নিজস্ব প্রতিবেদক
রাতের আঁধারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রায় দুই বিঘা আয়তনের ৪০০ কোটি টাকার জমি দখল করেছে 'সন্ত্রাসীরা'। রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সের পাশেই জমিটির অবস্থান। দীর্ঘদিন আগে ওই জমিটি রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতির নামে বরাদ্দ দিয়েছিল রাজউক। সেখানে কসমো ফিলিং স্টেশন নামের একটি ফিলিং স্টেশন ছিল। এ ঘটনায় সমিতির কোষাধ্যক্ষ রোমাজ্জল হোসেন খান শুক্রবার উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, সমিতির কাছ থেকে ফিলিং স্টেশনটি ভাড়া নিয়ে পরিচালনা করতেন গাজী আ. রব নামের এক ব্যক্তি। ২০২৩ সালের প্রথম দিকে চুক্তির মেয়াদ শেষ হলে সমিতি আর চুক্তি নবায়ন করেনি। এ ঘটনায় আ. রব আদালতে রিট মামলা দায়ের করলে আদালত ওই জায়গার ওপর স্থগিতাদেশ দেন। ২০২৩ সালের ৬ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়গাটি সিলগালা করে ইট ও টিনের নিরাপত্তা বেষ্টনী ও সিসি ক্যামেরা স্থাপন করে দেন।
জিডিতে উল্লেখ করা হয়, ‘গত ৬ সেপ্টেম্বর ভোরবেলা রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্য মনজুর রহমান ফোন করে জানান যে কিছু লোক পাম্পের নিরাপত্তা বেষ্টনী টিনের বেড়া ও অ্যাঙ্গেল ভাঙছে। সকাল ১০টায় সমিতির অফিসের সিসি ক্যামেরার প্লে ব্যাকে দেখা যায়, সকাল ৬টায় কয়েকজন লোক পেট্রলপাম্পে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙার চেষ্টা করে। ভিডিও ফুটেজে দেখা যায়,পূর্বের মেয়াদ উত্তীর্ণ ভাড়াটিয়া গাজী আ. রবের ভাই নাসির, রবের কন্যা এবং রবের জামাতা কিছু বহিরাগত লোক নিয়ে পাম্পটিতে ভাংচুর করে।’
এ ব্যাপারে রাজউক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শফিউল্লাহ বাবু কোনো মন্তব্য না করে বলেন, জিডিতেই ঘটনা উল্লেখ করা হয়েছে। এর বাইরে কিছু বলার নেই।
এদিকে গাজী আ. রবকে মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়।
জিডির তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শ সুমন চন্দ্র দাস জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।