ডার্ক মোড
Tuesday, 03 December 2024
ePaper   
Logo
ঈদের ছুটি ৫ দিন ও পূজার ছুটি তিনদিন হতে পারে

ঈদের ছুটি ৫ দিন ও পূজার ছুটি তিনদিন হতে পারে

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে। পরিষদ সিদ্ধান্ত নিলে মিলবে ৫ দিনের ছুটি। এ ছাড়া, শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন করার প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। আর দুর্গাপূজার ছুটি একদিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ঈদ ও পূজার ছুটি বাড়ানোর দাবি অনেক আগে থেকেই। এবার এ বিষয়ে প্রস্তাব করা হয়েছে। এখন মূল সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। বৈঠকে অনুমোদন পেলে বাড়তি ছুটি কার্যকর হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন