ডার্ক মোড
Tuesday, 16 September 2025
ePaper   
Logo
ইসরা'ইলি আগ্রাসনের প্রতিবাদে  কাঠালিয়ায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

ইসরা'ইলি আগ্রাসনের প্রতিবাদে কাঠালিয়ায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

 

 

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায়”দ্য ওয়াল্ড ফর গা;জা” কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী ও জনতার ব্যানারে গতকাসোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারি প্ল্যাকার্ড ,ব্যনার হাতে ’ফ্রি প্যালেস্টাই.ন’ স্টপ কিলিং ইন গা,জা’সহ নানা শ্লোগান দেন। মিছিলটি বাসস্টান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে
শেষ হয়।



মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন