ডার্ক মোড
Wednesday, 01 May 2024
ePaper   
Logo
ইউজিসিতে ডিডব্লিউডিএম প্রযুক্তি নিয়ে বিডিরেনের আন্তর্জাতিক কর্মশালা শুরু

ইউজিসিতে ডিডব্লিউডিএম প্রযুক্তি নিয়ে বিডিরেনের আন্তর্জাতিক কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক

‘Capacity Development on DWDM Technology’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি আন্তর্জাতিক কর্মশালা রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) শুরু হয়েছে। বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)-এর কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য এবং বিডিরেন ট্রাস্ট- এর সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। কর্মশালাটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে ১২ জন এবং নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিন্তান ও লাওস হতে ০৭ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করছেন।

Asi@Connect প্রকল্পের অর্থায়নে বিডিরেন ট্রাস্ট এই কর্মশালার আয়োজন করছে। কর্মশালায় Cisco ONS 15454 DWDM যন্ত্রপাতির Installation, Operation and Maintenance- এর উপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালায় প্রফেসর আলমগীর তাঁর বক্তব্যে আধুনিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন এবং কর্মশালটি কিভাবে অংশগ্রহণকারীদের উপকারে আসবে সে বিষয়টি স্পস্ট করেন। তিনি স্বল্প সময়ে নিরবিছিন্ন ডাটা ট্রান্সফার ও সাইবার সিকিউরিটি নিশ্চিত করার আহ্বান জানান।

বিডিরেন এর ম্যানেজার মো. আরিফুল ইসলাম- এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌরিত, প্রশিক্ষক এবংবিডিরেনের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন