ডার্ক মোড
Friday, 26 April 2024
ePaper   
Logo
ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠক

ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

রোববার (২ অক্টোবর) ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক নিয়ে ইইউ’র ঢাকা মিশন এক টুইট বার্তায় জানায়, ইইউ’র মিশন প্রধানরা বাংলাদেশের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক চালিয়ে যাচ্ছে। আজ আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে আলোচনা করেছি।

আরও পড়ুন: কথা বলা-সমাবেশের স্বাধীনতা না দিলে নির্বাচনের জন্য ভালো হবে না

জানা যায়, বৈঠকে জাপা চেয়ারম্যানের সঙ্গে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ছাড়াও বৈঠকে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতাসহ আরও কয়েকজন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন