ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
আলমগীর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চররুহিতা গ্রামে সমাবেশ

আলমগীর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চররুহিতা গ্রামে সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির কর্মীকে আ:লীগের কর্মী বলে সিঙ্গাপুর প্রবাসী আলমগীর ও তার স্ত্রী মারিয়া আক্তার মিতুকে মারধোর করার প্রতিবাদে গ্রামবাসীরা সমাবেশ ডেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

চররুহিতা ইউনিয়ন বিএনপির কর্মী ও প্রবাসী আলমগীর হোসেন, ও তার স্ত্রী ওপর হামলায় সরাসরি জড়িত বিএনপির নামধারী জুয়েল (২২) ইউসুফ আলী (৫০), মো: সুমন (২১), মো: মামুন হোসেন (১৯) উভয় পিতা নুরুজ্জামান অজ্ঞাত নামা কয়েকজনের ছবিসহ নাম-পরিচয় জানানো হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামীদের বিরুদ্ধে বুধবার ৫ মার্চ আলমগীর হোসেন বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এর প্রতিবাদে মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৩ টায় লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সৈয়দ খাঁ বাড়িতে আলমগীর হোসেনের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করেছেন।

এর আগে কুসুম আক্তার নুরুজ্জামান থেকে ২৬ শতক জমি ক্রয় সুত্রে মালিকানা লাভ করেন। কিন্তু ২৬ শতক জমি বুঝিয়ে না দিয়ে বিক্রি করা জমিতে নুরুজ্জামান তার দলবল নিয়ে দখল করার চেষ্টা করেন। প্রতারণার অভিযোগ এনে নুরুজ্জামানের বিরুদ্ধে গত ৩ মার্চ লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রট আদালতে একটি মামলা দায়ের করেন কুসুম আক্তার। এর জের ধরে নুরুজ্জামান ও তার ছেলেদের নেতৃত্বে প্রবাসী আলমগীর ও তার স্ত্রীর উপর সন্ত্রাসী হামলা করে। মামলা সংক্রান্ত বিষয়ে আলমগীর বাদী, বিবাদী,স্বাক্ষী, কোনটায়ে নয়, আমি এ হামলা নিন্দা প্রতিবাদ জানাই। আসামিদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি।

এসময় লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম শ্রমিক দলের আহবায়ক আজিজ মোহাম্মদ বলেন, প্রবাসী আলমগীর হোসেন একসময় বিএনপি'র কর্মী ছিল দলমত নির্বিশেষে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন আজিজ মোহাম্মদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন দালাল বাজার ইউনিয়ন যুবদল নেতা রাজু, চররুহিতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শরীফ হোসেন, শ্রমিক দলের সদস্য আলমগীর হোসেন, মুক্তার হোসেন,ইউসুফ আলীসহ প্রায় চররুহিতা গ্রামের ২ শতাধিক মানুষ প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে কালবিলম্ব না করে পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। অবিলম্বে আলমগীর হোসেনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা।

১১ মার্চ মঙ্গলবার এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মুন্নাফ বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। অতিদ্রুত গ্রেফতার করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন