ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
আদর্শ সমাজ গঠন ও আল্লাহর সন্তুষ্টি অর্জন কামনায় মাহফিল সম্পন্ন

আদর্শ সমাজ গঠন ও আল্লাহর সন্তুষ্টি অর্জন কামনায় মাহফিল সম্পন্ন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

ওয়াজ মাহফিল গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। আবহমানকাল থেকে বাঙালি মুসলিম সমাজে এটি প্রচলিত। ওয়াজের মঞ্চ থেকে মুসলমানদের আদর্শ মুসলমান হওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়। তাই এসব মাহফিল পরিকল্পিতভাবে সম্পন্ন হলে সমাজে নীতিনৈতিকতার চর্চা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, সুন্দর ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সহজ হয়।

এ লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে দেশ-জাতি উন্নতি, অগ্রগতি তথা বিশ্বমানবের মুক্তি-কল্যাণ ও ঐক্য কামনায় মুসলিস্নদের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার গভীর রাতে শেষ হয়েছে মরহুম দেলোয়ার হোসেন নেছারী ( মেয়াছাব) এর ওফাত দিবস উপলক্ষে ২৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল।

শুক্রবার বেতাগী পৌরসভা ৯ নং ওয়ার্ডের বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আশ্রাফআলী হাওলাদারের বাড়ীর প্রাঙ্গনে বাদ আছর থেকে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাকুর জলিলের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন, বিবিচিনি স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা আবু হানিফ, বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক, বেতাগী বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমদ ও কাজিরাবাদ দরবার শরীফের পরিচালক আব্দুস ছত্তার মিনা।

মাহফিলের মূল্যবান বয়ানে আলোচকরা বলেন, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হওয়া চাই কোরআন-হাদিসের আলোকে এবং সুন্দর উপদেশের মাধ্যমে সর্বসাধারণের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরা, সামাজিক অসংগতি এবং ত্রুটিবিচ্যুতি জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতা দিয়ে দূর করার প্রয়াস চালানো, নীতিনৈতিকতায় সমৃদ্ধ দায়িত্বশীল ব্যক্তিত্ব ও আদর্শ সমাজ গঠনে উদ্বুদ্ধ করা এবং সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এর বিপরীতে অন্য কোনো পার্থিব স্বার্থ যেন আয়োজনের সঙ্গে জড়িত না থাকে, তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। এ সময় আখেরি মোনাজাতে দেশ-জাতির উন্নতি, অগ্রগতি তথা বিশ্বমানবের মুক্তি-কল্যাণ ও ঐক্য কামনা করে মোনাজাতে বলা হয়, হে আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। ইমানি জিন্দেগি নসিব করেন। ইমানের সঙ্গে মউত নসিব করেন। কেয়ামতের আজাব থেকে রক্ষা করেন। আপনার আরশের ছায়া নসিব করেন। আমাদের ইমানি জিন্দেগিতে চলার তৌফিক দেন। বাতিলের ষড়যন্ত্রকে বাতিলের বিরুদ্ধে লাগিয়ে দেন। ষড়যন্ত্রকারীদের মিসমার করে দেন। হে আল্লাহ, বাতিলের সব রাস্তা বন্ধ করে দেন, হকওয়ালাদের রাস্তা খুলে দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন