ডার্ক মোড
Tuesday, 03 December 2024
ePaper   
Logo
আদমদীঘিতে নাশকতা মামলায় আ'লীগের সাত নেতা গ্রেপ্তার

আদমদীঘিতে নাশকতা মামলায় আ'লীগের সাত নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘিতে পৃথক দুইটি নাশকতার মামালায় চার ইউপি চেয়ারম্যানসহ উপজেলার সাতজন আ'লীগ নেতাকে গতকাল রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

গতকাল (৩ নভেম্বর) রবিবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় র‌্যাব-৪ ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (৪ নভেম্বর) সোমবার দুপুর আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলা উপজেলা আ'লীগের সহ সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু (৫৬) কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিমুল হুদা খোন্দকার শামীম (৫৫) উপজলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান (৫২) সান্তাহার ইউপি'র সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু (৬২) উপজলা আ'লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খোন্দকার (৫৭) সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন (৩৮) এবং যুবলীগ নেতা একরামুল হাসন একরাম (৪৮)

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনকে ঠেকানার জন্য আ'লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় ২৫০ জন নেতাকর্মী আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি'র অফিসের সামনে ককটল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

এরপর বিএনপি অফিসে ঢুকে পেট্রোল ঢালিয়ে অগিসংযাগ করে আসবাবপত্র পুড়ে ফেলার ঘটনায় একটি নাশকতা মামলা এবং গত ১৯ আগস্ট দিবাগত রাত সাড় ১০টায় সান্তাহার পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদল অফিসে ককটল বিস্ফোরণ ও অগিসংযাগ ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃতরা এই দুইটি মামলায় আসামী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন