ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেতাগীতে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বেতাগীতে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বরগুনার বেতাগীতে মিছিল ও শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করায় চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান খানকে কারন দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২২ এপ্রিল) বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার আবদুল হাই আল হাদী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়। এসময় তার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে লিখিত জানতে চাওয়া হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান খান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের আগে তিনি ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগও করেন। গত রোববার মনোনয়নপত্র দালিখের শেষ দিন বেলা ১১টার দিকে তিনি ৫শতাধিক নেতাকর্মী নিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে মিছিল ও শোডাউন করেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলের পুরো সময়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে যুক্ত ছিলেন। পরে খলিলুর রহমান নিজের ছেলেসহ ৫ জনের বেশি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদারের অফিস কক্ষে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ বিষয়ে জানতে চাইলে মো. খলিলুর রহমান খান বলেন, আমি মনোনয়ন পত্র দাখিল করবো শুনে আমার ইউনিয়নসহ বেতাগীর বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ কর্মীরা আমার সাথে দেখা করতে আসে। আমি কোন মিছিল মিটিং কিংবা শোডাউন করিনি। তারপরও নির্বাচন কমিশন থেকে নোটিশ করা হয়েছে শুনেছি। তবে এখনো নোটিশ হাতে পাইনি। নোটিশ হাতে পেলে আমি আমার মতো নোটিশের জবাব দিবো।

বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী বলেন, মনোনয়ন পত্র দাখিলের সময় চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান খান উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর ১১ (১) (২) বিধি লঙ্ঘন করেছে। তাই মনোনয়নপত্র দাখিল ও পরবর্তী সময়ে মিছিল ও শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে তাঁর বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চেয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছে। ২৩ এপ্রিলের মধ্যে তাকে নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

গত ২ এপ্রিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ মে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২১ এপ্রিল ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২৩ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৩০ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তিনটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন