অমিতাভের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে, শাহরুখকে প্রশ্ন আমিরের
বিনোদন ডেস্ক
ধূমপান ছেড়েছেন বলিউড অভিনেতা আমির খান। ছেলে জুনাইদ খানের প্রথম ছবি 'লভিয়াপা'-র ট্রেলার প্রকাশের দিনে নিজ মুখেই জানালেন সে কথা।
বহুদিন ধরেই এই 'খারাপ অভ্যাস' ছাড়ার কথা ভাবছিলেন, তবে এই সময়টা তার জন্য উপযুক্ত মনে হয়েছে। অভিনেতা বলেছেন, ‘ধুমপান ছাড়ার পরে আমার নিজেকে গর্বিত বাবা বলে মনে হচ্ছে।’
আমির বলেন, ‘অনেক দিন ধরে ভাবছিলাম এই খারাপ অভ্যাসটা ছাড়ব। জুনাইদের ক্যারিয়ার শুরু হচ্ছে, আর আমি একজন বাবা হিসেবে অনুভব করলাম, এটা ত্যাগ করার সময় এসেছে। আমি মনে মনে ঠিক করেছিলাম—ছাড়ব। ছবিটা সফল হোক বা না হোক, এটা আমার ছেলের জন্য আমার উপহার। যদি আমার ত্যাগটা কোথাও গিয়ে কিছু ভালো কাজ করে, সেটাই হবে আমার প্রাপ্তি।’
আমির খান একবার বলেছিলেন, তিনি অমিতাভ বচ্চনের সামনে ধূমপান করতে গিয়ে বেশ অস্বস্তি বোধ করেছিলেন। ঘটনাটা ২০১৮ সালের, যখন তিনি 'থাগস অব হিন্দোস্তান' ছবির শুটিং করছিলেন। কী করবেন বুঝতে না পেরে আমির শাহরুখ খানের কাছে গিয়েছিলেন পরামর্শ চাইতে।
শাহরুখ মজার ছলে বলেছিলেন, ‘অমিত জি খুব কুল। তুমি ধূমপান করতে পারো। যদি বকাবকি করে, তাহলে দৌড়ে পালিয়ে যাবে।’
এরপর একদিন মাল্টায় শুটিংয়ের ফাঁকে আমির আর অমিতাভ 'ওয়ান্ডার উইম্যান' দেখছিলেন। তখন অমিতাভ হঠাৎ বললেন, ‘শুনেছি, তুমি শাহরুখকে জিজ্ঞেস করেছিলে আমার সামনে ধূমপান করতে পারবে কি না!’
আমির বলেন, এটা অমিতাভজির মুখ থেকে শোনার পরে আমি বেশ লজ্জা পেয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি খুব সহজভাবেই ব্যাপারটা নিয়েছিলেন।
জুনাইদের ক্যারিয়ারের শুরুতে আমির তার জন্য যা করতে পারেন, তার চেয়েও বেশি করতে চেয়েছিলেন। ধূমপান ছেড়ে দিয়ে তিনি যেন এক বাবার দায়িত্ব আরও একবার প্রমাণ করলেন।
অভিনেতা বলেন, আমি এই সিন্ধান্ত শুধু ছেলের জন্য নয়, নিজের জন্যও নিয়েছি। এই অভ্যাসটা ছাড়া খুব কঠিন, কিন্তু একবার যখন মন থেকে ঠিক করলাম, তখন সেটা সম্ভব হবে বলেই মনে করছি।