
অবরুদ্ধ ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের, হামিদুল হকের নয়: দুদক
নিজ্বস প্রতিনিধি
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিল আদালত। তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, এসব হিসাব আসলে ডিজিএফআইয়ের প্রাতিষ্ঠানিক হিসাব, হামিদুল হকের ব্যক্তিগত নয়।
এদিকে দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, গতকাল একটি বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
এর আগে সোমবার (৭ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন ওই চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় দুদক আদালতে আবেদন করেছিল। আবেদনে বলা হয়, হামিদুল হক তার ব্যাংক হিসাবের টাকা উত্তোলনের চেষ্টা করছেন। তাই সেগুলো অবরুদ্ধ করা জরুরি।
দুদকের ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দেন হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য। তবে পরে দুদকের পক্ষ থেকেই জানানো হয়, এটি ভুলবশত ঘটেছে এবং সংশোধন করা হবে।
এর আগে ২১ এপ্রিল মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালত।