ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে জবি ছাত্রদল

অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে জবি ছাত্রদল

জবি প্রতিনিধি

সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রদলের নামে কোথাও কোন প্রকার অন্যায় হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের সাথে সব সময় ছাত্রদল আছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

শনিবার দুপুরে হল ইসুতে মুঠোফোনে বিষয়টি জানান তিনি। সুজন মোল্লা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্রলীগের সাথে পুলিশ মেসে মেসে তল্লাশি চালায়। সেই সময়ে অনেকে বাধ্য হয়ে মেস ছাড়ে। আন্দোলনে যুক্ত ছিলো এমন দুজন শিক্ষার্থী নিরুপায় হয়ে হলে কোনভাবে থাকার জন্য গেছিলো। হল দখলের জন্য নয়। কিন্তু গতকাল শুক্রবার বিকেলে তাৎক্ষণিকভাবে ঘটনাটি শোনার পর আমি তাদেরকে বের হয়ে আসার নির্দেশ দিই। যেদুজন শিক্ষার্থী থাকার জন্য গেছিলো তারা রাতেই হল ত্যাগ করে চলে আসে। কোন শিক্ষার্থীকে নামিয়ে দেয়া ও জোর পূর্বক হল দখল করা এধরনের কোন ঘটনা ঘটেনি।

হলে থাকা শিক্ষার্থীরা বলেন, দুইজন শিক্ষার্থী ছাত্রদল পরিচয়ে উঠতে চেয়েছিলো। যেহেতু হলের সকল রুমেই শিক্ষার্থীরা থাকে এজন্য তাদেরকে উঠানো সম্ভব হয়নি। ওই দুজন রাতেই চলে গেছে।
হলে যাওয়া শিক্ষার্থী সৈকত মাহমুদ বলেন, আমরা দুইজন গেছিলাম হলে। পরে শুনি আর জায়গা নাই। তখন রাতেই আমরা চলে আসি। কোন প্রকার ঝামেলা তৈরি হয়নি।

এবিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে। ন্যায্যতার পক্ষে। কোন অন্যায় কাজের প্রশ্রয় দিবো না। দখলদারি মারপিটের রাজনীতি ছাত্রদলের না। শিক্ষার্থীদের সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়বো আমরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন