ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
অধ্যাপক ড. মামুন আহমেদ-কে ঢাবি’র নতুন প্রো-ভাইস চ্যান্সেলর একাডেমিক হিসেবে নিয়োগ

অধ্যাপক ড. মামুন আহমেদ-কে ঢাবি’র নতুন প্রো-ভাইস চ্যান্সেলর একাডেমিক হিসেবে নিয়োগ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে নিয়োগ লাভ করেছেন।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) ধারা অনুযায়ী তাঁকে আজ ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার এই নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগ লাভের পর আজ ১২ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার অপরাহ্নে অধ্যাপক ড. মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) হিসেবে যোগদান করেছেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন