ডার্ক মোড
Thursday, 19 September 2024
ePaper   
Logo
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সাক্ষাত

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এর সাক্ষাত

ঢাবি প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ঢাকাস্থ চীনা দূতাবাসের কয়েকজন কর্মকর্তা এসময় তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার এবং শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, ক্রীড়া ও সাংস্কৃতিক দল বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া, বহুমুখী গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত দি সেন্টার ফর চায়না স্টাডিজ এর উন্নয়ন এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের আরও সম্প্রসারণের বিষয়ে তারা আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সেমিনার, কর্মশালা, সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারেও আলোচনা করা হয়।

উপাচার্য বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দুই দেশের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ব্যাপক আসন সংকটে ভুগছে। বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সংকট নিরসনে তিনি চীনা রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। চীনের রাষ্ট্রদূত এবিষয়ে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন