ডার্ক মোড
Thursday, 19 September 2024
ePaper   
Logo
বন্যার্তদের সহায়তায় ঢাবি কুইজ সোসাইটির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বন্যার্তদের সহায়তায় ঢাবি কুইজ সোসাইটির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

বন্যার্তদের পুনর্বাসনের জন্য ফান্ড গঠনের লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির উদ্যোগে মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘শ্রাবণ বিপ্লব কুইজ-২০২৪’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কুইজ সোসাইটির সভাপতি ওয়াসি আহম্মেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার এবং ঢাবি’র সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উদ্ভাবনী ও সৃজনশীল এই কুইজ প্রতিযোগিতা আয়োজনের জন্য সোসাইটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, কুইজ আমাদের জীবনের অনুষঙ্গ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবা কার্যক্রমকে উৎসাহিত করে। নিয়মিত কুইজ চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান ও সত্যের অনুসন্ধান অব্যাহত রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে এই কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন