ডার্ক মোড
Friday, 20 September 2024
ePaper   
Logo
কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কর্মকর্তা ও শিক্ষক হলেন যারা

কাউখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কর্মকর্তা ও শিক্ষক হলেন যারা

পিরোজপুর প্রতিনিধি

‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদানে পিরোজপুরের কাউখালী উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক (পুরুষ ও মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ ও মহিলা) ও শ্রেষ্ঠ কাব শিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয়।

জানা যায়, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ এর উপজেলার শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে ২৫ নং কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাহিমা খাতুন। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আবুল কালাম, সহকারী শিক্ষক (মহিলা) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনজুয়ারা খানম এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা খানম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান বলেন, শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলার ৬৭ টি বিদ্যালয়ের মধ্য থেকে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করেছেন। উপজেলা পর্যায়ে নির্বাচিতরা জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা জেলা পর্যায়ে নির্বাচিত হলে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন