ডার্ক মোড
Friday, 20 September 2024
ePaper   
Logo
কুলাউড়ায় জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতবিনিময়

কুলাউড়ায় জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি

কুলাউড়া উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে আশা নিয়ে মানুষ দেশের পট পরিবর্তন করেছে তার যথাযথ বাস্তবায়ন করা হবে। মৌলভীবাজার জেলায় আমিসহ সকল অফিসেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মৌলভীবাজার জেলা সারা দেশে শান্তিপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা হিসেবে পরিচিতি রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সম্মিলিতভাবে দেশের মধ্যে একটি মডেল উপজেলায় রূপান্তরে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, জেলা ও উপজেলার সকল কর্মকর্তারা অফিস টাইমের এক মিনিট পরে নয় বরং এক মিনিট আগে অফিসে উপস্থিত হতে হবে। আবার অফিস ছুটির নির্ধারিত সময়ে চলে যাবেন। অতিরিক্ত সময় বা রাতে অফিস করার কোন প্রয়োজন নেই। এছাড়া আসন্ন দুর্গাপূজা সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির মাধ্যমে সম্পন্নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মো. জাহাঙ্গির হোসেন পিপিএম (বার) বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের ফলে দেশে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সুন্দর পরিবেশকে কলুষিত করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। তাদের চক্রান্তে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি চাঁদাবাজদের হুঁশিয়ার করে বলেন, যারা চাঁদাবাজি করবে তারা পুলিশ হোক, আর যেই হোক তাদের ঠিকানা হবে জেলখানা। বর্তমান পরিবেশে সবাইকে চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে হবে যা আইন দিয়ে সম্ভব নয়। আসন্ন দুর্গাপূজা উদযাপনে পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো: জসিম উদ্দিন, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জামায়াতে ইসলামীর আমির আব্দুল হামিদ খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মছব্বির আলী, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা আদনান প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, সহকারি কমিশনার (ভুমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, বরমচাল ইউনিয়নের খোরশেদ আহমদ খান সুইট, রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ. কাদিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান, হাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন