ডার্ক মোড
Tuesday, 30 April 2024
ePaper   
Logo
অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী

অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

(৯ এপ্রিল) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী।

তিনি ১৯৭৬-১৯৮৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তিনি উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।

১৯৭৪-১৯৭৬ সাল পর্যন্ত মঞ্জুরী কমিশনের সদস্য ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন বিভাগ প্রতিষ্ঠা করেন। ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতিও।১৯৮৫-১৯৯১ সাল পর্যন্ত ইউনেস্কো দিল্লীতে বিজ্ঞান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি বিজ্ঞানের নতুনত্ব উদ্বোধন ও অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখেন।তার কন্যা অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর নামানুসারে তাঁর স্ত্রী শামসুন্নাহার চৌধুরী ২০২২ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে এই ট্রাস্ট ফান্ডটি প্রতিষ্ঠা করেন। এই ট্রাস্ট ফান্ডের উদ্দেশ্য হলো-বিজ্ঞান ও প্রযুক্তি, মানববিদ্যা এবং সামাজিক বিজ্ঞান বিষয়ে গবেষণাকে উৎসাহিত করা। এদিকে আজ মঙ্গলবার ড. ফজলুল হালিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন