
সুনামগঞ্জের মধ্যনগর এ ট্রলার ডুবিতে একজন নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
নৌকার চালক ও আটককৃত আসামি চন্দন তালুকদার বয়স (৪০) এর নিকট হতে জানা যায় যে সকাল ৮ টা ৩০ ঘটিকায় সরস্বতীপুর(ইসলামপুর) হতে মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রলারটি। ট্রলারটিতে ছোট-বড় ও পুরুষ-মহিলা মিলিয়ে প্রায় ২৬ জন ছিল।
মধ্যনগর বাজারের পূর্বপাশে অবস্থিত পিপড়াকান্দা গ্রাম সংলগ্ন মধ্যনগর ও ঢাকা হাইওয়ের একটি ছোট ব্রিজের নিজ দিয়ে আসার সময় স্রোতের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যেতে শুরু করে। তখন অনেকে সাঁতরে ওঠে আসে পাড়ে ও কিছু সংখ্যক যাত্রী সাঁতাররত অবস্থায় থাকলে পাড়ে থাকা কিছু ট্রলার তাদেরকে উঠিয়ে আনতে সহায়তা করে। তবে শামসুন্নাহার বেগম (৭০) নামের একজন পানিতে তলিয়ে মারা যান। ঘটনার কিছুক্ষণের মধ্যেই মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং লাশের সাথে ঐ নৌকার চালককেও থানায় নিয়ে আসেন।
নিহত শামসুন্নাহার মধ্যনগরের এর পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?