Dark Mode
Wednesday, 27 August 2025
ePaper   
Logo
সাতক্ষীরায় ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সততার চর্চায় ৩.৫ লাখ টাকা বরাদ্দ

সাতক্ষীরায় ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে সততার চর্চায় ৩.৫ লাখ টাকা বরাদ্দ

 

 

সাতক্ষীরা প্রতিনিধি 

 

সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক চর্চা ও দুর্নীতি প্রতিরোধে দোকানদারবিহীন সততা স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পক্ষ থেকে নির্বাচিত প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় শহরের লেকভিউ কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার অর্থায়নে এ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের। তিনি বলেন, “এ প্রজন্মের শিক্ষার্থীদের সততা চর্চায় শিক্ষা প্রতিষ্ঠানে দোকানদারবিহীন সততা স্টোর অগ্রণী ভূমিকা রাখবে। দুর্নীতি প্রতিরোধে সততা ও নীতি-নৈতিকতার শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাওয়া যায়। সততা স্টোর শিক্ষার্থীদের বিবেকবান নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন ও মো. মহাসীন আলী।

জানা যায়, সাতক্ষীরা জেলার ৭ উপজেলার নির্বাচিত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সততা স্টোরের অনুকূলে প্রতিটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আলোচনা শেষে প্রধান শিক্ষকদের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান।

Comment / Reply From

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!