
পিরোজপুরে হারানো ২০টি মোবাইল উদ্ধার করে হস্তান্তর করেছে জেলা পুলিশ
জুবায়ের, পিরোজপুর
পিরোজপুর জেলায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে মোট ২০টি মোবাইল ফোন এবং ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে, পিরোজপুর সদর থানা ৩টি, ইন্দুরকানি থানা ৫টি, মঠবাড়িয়া থানা ৩টি, নাজিরপুর থানা ৬টি, ভান্ডারিয়া থানা ৩টি। এছাড়া, জেলার বিভিন্ন এলাকা থেকে হ্যাক হওয়া মোট পাঁচটি ফেসবুক আইডি উদ্ধার করে নিরাপদে মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, “অল্প সময়ের মধ্যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার সম্ভব হয়েছে। আমাদের জেলা পুলিশের এই ধরনের জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এ সময় তিনি নাগরিকদের যেকোনো প্রযুক্তি-সংক্রান্ত সমস্যায় সহযোগিতার জন্য জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit